![]() |
Location Targeting in Google Ads |
Location Targeting আপনাকে আপনার ব্যবসার জন্য সঠিক গ্রাহক খুঁজে পেতে এবং আপনার বিজ্ঞাপনকে ফোকাস করতে সাহায্য করে থাকে। অন্যভাবে বললে - যে কোন দেশ অথবা সেই দেশের মধ্যে যে কোন এলাকা এবং এলাকার চার-পাশের একটি ব্যাসার্ধ বা অবস্থান যার মধ্যে আগ্রহের স্থান সহ আপনার ব্যবসার অবস্থানেও Google Ads Location Targeting আপনার বিজ্ঞাপন গুলিকে সঠিকভাবে প্রদর্শিত হতে সাহায্য করে থাকে
Thumbnail দেখে নিশ্চয় বুঝেছেন, এই পোষ্টে কথা বলবো গুগল এড'স এর লোকেশন টার্গেটিং নিয়ে। চলুন শুরু করি -
ক্যাম্পেইনে লোকেশন কিভাবে সেট করবো?
লোকেশন টার্গেট করে সেট করা বলতে বুঝায় বিজ্ঞাপন মুলত কোথায় বা কোন লোকেশনে দেখানো হবে সেই যায়গা বা প্লেস ঠিক করে দেয়া। ক্যাম্পেইনে লোকেশন সেট করার জন্যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে তারপরে Campaign settings এ ক্লিক করলেই Location Option পাওয়া যাবে
নিচের ছবিটির দিকে খেয়াল করুন - এখানে বাই ডিফল্ট তিনটি অপশন রয়েছে অর্থাৎ আপনি যদি চান আপনার বিজ্ঞাপন সবগুলো দেশে চলবে তাহলে সিম্পলি আপনি All Countries and territories সিলেক্ট করে দিতে পারেন
এরপরের অপশন Bangladesh দেয়া আছে; কারন এই একাউন্ট বাংলাদেশে বসে খোলা হয়েছে দেখে ডিফল্ট ভাবে বাংলাদেশ দেখাচ্ছে; এখন আপনি যদি চান পুরো বাংলাদেশে আপনার বিজ্ঞাপন চলবে আপনি সেক্ষেত্রে Bangladesh সিলেক্ট করে দিতে পারেন
এবং শেষে রয়েছে Enter Another Location অপশন'স। আপনি যদি চান আপনার আগ্রহের কোন নির্দিষ্ট স্থানে বিজ্ঞাপন দেখাতে সেটা পারবেন তার জন্য আপনাকে Enter Another Location এ ক্লিক করুন
নিচে দেয়া ছবিতে খেয়াল করলে বোঝা যাবে আমি আমার টার্গেট লোকেশন সিলেক্ট করেছি USA অর্থাৎ আমি আমার বিজ্ঞাপন USA তে দেখাতে চাচ্ছি। এখানে একসাথে আরো দেশ ও যোগ করা যাবে। নাম লিখে Target এ ক্লিক করলেই অটীমেটিক যোগ হয়ে যাবে Targeted Locations হিসেবে
দেখুন আমি NewYork শহর যোগ করেছি এবং ডান পাশে তিনটা অপশন রয়েছে Target, Exclude এবং Nearby অর্থাৎ আমি Target এ ক্লিক করে এই শহরকে সিলেক্ট করে দিতে পারি বিজ্ঞাপন দেখানোর জন্য অথবা Exclude এ ক্লিক করে বাদ দিয়ে দিতে পারি যে, শুধু মাত্র NewYork শহরে বিজ্ঞাপন দেখাবে না কিন্তু USA এর সব যায়গাতে দেখাবে। এভাবেও করতে পারি অথবা Nearby এ ক্লিক করে NewYork এর আশেপাশের যায়গা বা শহর ও Target বা Exclude করে দিতে পারি বা নতুন করে যোগ করতে পারি
এছাড়া আপনি যদি চান আরো স্পেসিফিক ভাবে আপনি আপনার লোকেশন টার্গেট করবেন বা টার্গেট লোকেশনের কাছাকাছি আরো ২ কিলোমিটার জুড়ে যেন আপনার বিজ্ঞাপন দেখা যায় সেটাও করতে পারবেন তার জন্য Advanced Search এ ক্লিক করে। ক্লিক করার পরে নিচের ছবির মত দেখতে পাবেন
এবার আপনি চাচ্ছেন আপনি আপনার ইচ্ছেমত এরিয়া সিলেক্ট করবো সেটা যে কোন যায়গায় হতে পারে ২ কিলোমিটার অথবা ৫ মাইল এরিয়া। তাহলে সেটা কিভাবে করবেন? নিচের ছবিটির দিকে খেয়াল করুন
এখানে Radius সিলেক্ট করা হয়েছে। আপনি এভাবে Radius সিলেক্ট করে ডানপাশে দেয়া Pin mode সিলেক্ট করে মাউস দিয়ে ড্রাগ করে আপনি আপনার পছন্দের এরিয়া সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পরে ছবির মত দেখতে রাউন্ড বা Radius আকারে সিলেক্ট হয়ে যাবে যার বাইডিফল্ট ভাবে এরিয়া থাকবে ২০ মাইল;
আপনি ইচ্ছে করলে কিলোমিটার হিসেবে সেট করতে পারেন এবং ২০ মাইল/কিলোমিটার এর যায়গায় আপনার পছন্দের মান সেটা হবে পারে ১/২ মাইল সেট করে দিতে পারেন। এরকম করে কয়েক যায়গা আপনি সেট করতে পারেন
এবার আমরা একটু পিছনে যাই। নিচের ছবির দিকে যদি খেয়াল করি - এখানে আমি Location Target করেছি USA এবং এবং Exclude করেছি NewYork অর্থাৎ আমি আচ্ছি আমার বিজ্ঞাপনটা যেন পুরো USA এর মানুষ জন দেখে এবং USA এর মাঝে যে NewYork আছে সেই মানুষগুলো যেন দেখতে না পায়
এবার যদি Location Options এ ক্লিক করি তাহলে আরো কিছু অপশন দেখতে পাবো;
Target - সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
Presence or interest - এটা বাই ডিফল্ট ভাবে সেট করাই থাকে। এর মানে হচ্ছে আমরা যে লোকেশন সেট করেছি অর্থাৎ USA. এর মধ্যে যারা থাকে অথবা এরিয়া তে ইন্টারেস্ট আছে তাদের কে বিজ্ঞাপন দেখাবে। এখন কিভাবে বুঝবে? ধরুন কেউ যদি বাংলাদেশ বা কোন একটা যায়গা থেকে সার্চ করে Best Gym Center in USA তাহলে সেই ব্যাক্তিকে গুগল বিজ্ঞাপন দেখাবে।
মোট কথা কোন কীওয়ার্ড লিখে কেউ যদি সার্চ করে এবং সেই কীওয়ার্ডে মাঝে যদি টার্গেটেড লোকেশন বা কীওয়ার্ড থাকে তাহলে সেই ব্যাক্তি বিজ্ঞাপন দেখবে সে যেকোন যায়গাতে থাকুক না কেনো। এখন তাকে যে USA তে থাকতে হবে এমন কোন কথা নেই
এই অপশন সেট করে দেয়ার মানে হচ্ছে যারা ওখানে বসবাস করে, প্রতিনিয়ত যারা আসা যাওয়া করে এবং সেই যায়গার প্রতি যাদের ইন্টারেস্ট আছে তারাই শুধু বিজ্ঞাপন দেখবে।
Presence - এই অপশন সেট করে দেয়ার মানে হচ্ছে যারা শুধুমাত্র USA তে থাকে তারাই শুধুমাত্র বিজ্ঞাপন দেখবে। আমি লোকেশন টার্গেট করেছি USA এবং এখানে টার্গেট সিলেক্ট করেছি Presence এখন যেটা হবে যারা এই লোকেশনে থাকে এবং রেগুলার বা প্রতিনিয়ত আসা যাওয়া করে তারাই শুধুমাত্র বিজ্ঞাপন দেখবে
এখন কেউ যদি বাংলাদেশ বা অন্য কোথাও থেকে সার্চ দিচ্ছে তারা কিন্তু তখন বিজ্ঞাপন দেখবে না সেটাই বলা হচ্ছে এই অপশনে
Search interest - এই অপশন সেট করে দেয়ার মানে হচ্ছে যখন কেউ সেট করা লোকেশন লিখে সার্চ করবে তারাই বিজ্ঞাপন দেখবে এখানে কে কোথায় বসে আছে সেটা দেখার বিষয় না সেটাই বলা হচ্ছে এই অপশনে
Note - ডিফল্ট ভাবে যেটা সেট করা অর্থাৎ Presence or interest রাখাই ভালো। তবে বাকি গুলো সম্পর্কে যদি আপনার ধারনা থাকে তাহলে অনেক ক্ষেত্রেই কাজে লাগতে পারে।
Exclude - সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
Presence - এই অপশন ডিফল্ট ভাবেই সেট করা থাকে। দেখুন আমরা লোকেশন টার্গেট করেছি USA এবং Exlude করেছি NewYork অর্থাৎ এই অপশন সেট করে দেয়ার অর্থ হচ্ছে USA এর সবাই বিজ্ঞাপন দেখতে পাবে কিন্তু যারা NewYork শহরে রয়েছে তারা এই বিজ্ঞাপন দেখতে পারবে না
Presence or interest - এই অপশন সিলেক্ট করে দেয়ার অর্থ হচ্ছে বিজ্ঞাপন পুরো USA এর মানুষজন দেখবে কিন্তু আমরা যে লোকেশন Exlude করেছি অর্থাৎ NewYork শহর সেখানে যারা বসবাস করে, সেখানে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে এবং এই লোকেশনের প্রতি যাদের আগ্রহ বা ইন্টারেস্ট রয়েছে এরা বাদে বাকি সবাই এই বিজ্ঞাপন দেখতে পাবে
আরো পড়ুন -
শেষ কথা - গুগলের বিজ্ঞাপনে্র জন্যে লোকেশন টার্গেট করা খুবই সহজ বিষয়। কঠিন লাগে তখন যখন Location Targeting সম্পর্কে কোন ধারনা না থাকে। আশা করি আমি এই পোষ্টের মাধ্যমে বুঝাতে পেরেছি যে কিভাবে লোকেশন সেট করতে হয় বা প্রতিটি টার্ম সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি।
কোন কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি সংশোধন করে দিবো। মনযোগ দিয়ে পোষ্টটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ