Google Ads এর ক্যাম্পেইন তৈরিতে Ad Network কিভাবে সেট করবো?

যেকোন ক্যাম্পেইন করার সময় Network অপশন থাকে যে বিজ্ঞাপনগুলি শুধুমাত্র গুগলে দেখাবে নাকি তার আরো যে পার্টনার আছে সেখানেও দেখাবে সেটা এই Network অপশন থেকে সিলেক্ট করে দিতে হবে। পোষ্টের Thumbnail দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয় আজকে Google Ads এর Ad Network নিয়ে কথা বলবো - চলুন শুধু করি

Ad network in Google Ads

Google Ads Network গুলো কি কি?

এখানে Network বলতে আমাদের Ad বা বিজ্ঞাপনগুলি কোথায় কোথায় দেখাবে সেটা বোঝানো হয়েছে অর্থাৎ সেটা কি শুধু মাত্র গুগলেই দেখাবে নাকি অন্য কোথাও দেখাবে সেই ব্যাপারটা! গুগলের বিজ্ঞাপনের এই নেটওয়ার্ক দুই ধরনের হয়ে থাকে

Google Ads কি? কত প্রকার এবং Google Ads কিভাবে কাজ করে?

➥ Search Network: যে সকল নেটওয়ার্ক গুলোতে Search Ads/PPC Ads/Text Ads দেখা যায় সেগুলোকে বলা হয় সার্চ নেটওয়ার্ক। Search Ads/PPC Ads এর ক্ষেত্রে বিজ্ঞাপনটি দেখায় মুলত গুগল.কম এ। গুগলের নিজস্ব কিছু পার্টনার সাইট আছে যেমন - AOL, Yahoo, Bing, W3Schools এরকম গুগলের আরো ৪০ টি পার্টনার আছে

google search network

তবে Search Ads/PPC Ads/Text Ads এর জন্যে সাধারণত টিক চিহ্ন দেয়া হয় না কারন যারা গুগলে এসে সার্চ দিচ্ছে তারাই যেন বিজ্ঞাপনটি দেখতে পায় এর জন্য। 

এখন আপনি বিজ্ঞাপনের জন্যে ক্যাম্পেইন করার সময় যদি টিকচিহ্ন দিয়ে রাখেন তাহলে কি হবে? তাহলে যেটা হবে আপনার আপনার বিজ্ঞাপনটি গুগলে তো দেখাবেই বরং এর যারা পার্টনার আছে যেমন AOL, Yahoo, Bing ইত্যাদিতে আপনার বিজ্ঞাপন শো-করবে বা দেখাবে! 

অনেক ক্লাইন্ট আছে যারা চায় - তাদের বিজ্ঞাপন গুগলেও থাকুক এবং অন্যান্য সার্চ-পার্টনার গুলোতেও থাকুক। আবার অনেকে চায় তাদের বিজ্ঞাপন শুধুমাত্র গুগলেই থাকুক

Google Ads এর জন্য কিভাবে Keyword Research করবেন?

মোট কথা আপনি যদি টিকচিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার বিজ্ঞাপন গুগলে এবং এর সার্চ-পার্টনার গুলোতেও দেখাবে এবং যদি টিকচিহ্ন উঠিয়ে দেন তাহলে বিজ্ঞাপন শুধুমাত্র গুগলেই দেখাবে।

Note - Search Ad শুধুমাত্র গুগলে ছাড়া অন্য নেটওয়ার্কে দেখালে ফলাফল খুব একটা ভালো আসে না তাই স্টান্ডার্ড হচ্ছে গুগলের Search Ad গুগলে দেখানোই ভালো। তাই সিলেক্ট করার সময়ে টিকচিহ্ন তুলে দেয়াই ভালো  

➥ Display Network: যে সকল নেটওয়ার্ক গুলোতে গুগলের ডিসপ্লে Ad দেখা যায় সেগুলোকে Display Network বলে। যেমনঃ Youtube, Blogger. এখন আমি যদি চাই আমার এই Search Ads/Text Ads আমি 

Google Display Network

ইউটিউবে বা প্রথম আলোতে দেখাতে চাই মোবাইল এপের ওপরে দেখাতে চাই তাহলে আপনি টিকচিহ্ন দিয়ে রাখবেন আর যদি ওয়ি সব নেটওয়ার্কে দেখাতে না চান তাহলে আপনি  টিক চিহ্ন উঠিয়ে দিবেন। যদি আপনি টিকচিহ্ন উঠিয়ে দেন তাহলে আপনার বিজ্ঞাপন শুধুমাত্র গুগলেই দেখাবে

Note - Search Ads/Text Ads এর ক্ষেত্রে টিকচিহ্ন উঠিয়ে দেয়াই ভালো। কারন ডিসপ্লে নেটওয়ার্ক ইউটিউবে কেউ সাধারণত সার্চ করে Search Ads গুলোতে ক্লিক করে খুবই কম। এর জন্য দেখা যায় ইম্প্রেশনের জন্যে গুগল টাকা কেটে নিয়ে যায় আহামরি তেমন লাভ হয় না


🔊 আমার মতামত - পুরো আর্টিকেল’টি পড়ে কি বুঝলেন? কমেন্টে জানান আমাকে আর হ্যা সময়ের সাথে সাথে Google Ads আপডেট হতে থাকে। আপনাকে নিত্যনতুন আপডেট সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

Please validate the Captcha

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম