Traffic কি? CPA Network গুলো কোন সোর্স থেকে ট্রাফিক গ্রহন করে?

Traffic source in CPA marketing

অনলাইন বা ইন্টারনেট সম্পর্কে যদি আপনার নুন্যতম ধারনা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ট্রাফিক বা ভিজিটর সম্পর্কে পরিচিত থাকবেন। ট্রাফিক বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং আলাদা আলাদা ডিমান্ড ও রয়েছে বিভিন্ন সিপিএ মার্কেটপ্লেস বা সিপিএ নেটওয়ার্ক গুলোতে

এই পোষ্টে ট্রাফিক কি? এবং CPA Network গুলো আসলে কোন কোন সোর্সগুলো থেকে সবচেয়ে বেশি ট্রাফিক গ্রহন করতে পছন্দ করে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা দেয়ার চেষ্টা করবো তবে তার আগে নিচে দেয়া Table of Content দেখে নিন এই পোষ্টে কি কি বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন

{getToc} $title={ Table of Content }

Traffic বা ওয়েবসাইট ট্রাফিক কি?

কোন ব্যাক্তি অনলাইন থেকে যখন কোন ওয়েবসাইটে ভিজিট করে তখন সেই ব্যাক্তিকে মার্কেটিংয়ের ভাষায় Traffic বলে। এদেরকে ভিজিটর ও বলা হয় অর্থাৎ কোন ওয়েবসাইট কত ভিজিট হচ্ছে এটা হচ্ছে সেই ওয়েবসাইটের Traffic. আর আপনি কোন একটা ওয়েবসাইটে ভিজিট করলেন তো আপনি একজন ওয়েবসাইট ট্রাফিক বা ভিজিটর হিসেবে গন্য হবেন

ট্রাফিক জেনারেট করার পদ্ধতি কি? 

CPA Marketing করতে হলে আপনাকে ট্রাফিক বা ভিজিটর সম্পর্কে আপনাকে জানতেই হবে। ট্রাফিক জেনারেট অথবা সেল'স ফানেল সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে সেইপিএ মার্কেটিং শিখে কোন লাভ হবে না। ট্রাফিক মুলত জেনারেট করা যায় দু'ই ভাবে -

CPA marketing traffic process

➥ Free Traffic

ফ্রি ট্রাফিক হচ্ছে যখন আপনি আপনার কোন অফারে অথবা কোন ওয়েবসাইটে ভিজিটর জেনারেট করবেন এবং এর জন্য আপনাকে কোন ধরনের অর্থ খরচ করতে হবে না এই ট্রাফিক গুলোকে বলা হয় ফ্রি ট্রাফিক

তবে আমরা একটা বিষয় ভুলে যাই যে আপনি যখন ফ্রি ট্রাফিক জেনারেট করছেন এখানে আপনি কিন্তু আপনার মুল্যবান সময় কে ইনভেস্ট করছেন। এখানে আপনি টাকা ইনভেস্ট করছেন না আপনি আপনার সময়কে ইনভেস্ট করছেন

ফ্রি ট্রাফিক নিয়ে আরেকটু বলি, শুধুমাত্র সময় ইনভেস্ট করলেই যে ভালো রেজাল্ট আসবে এমন কিন্তু না। ফ্রি ট্রাফিকে কনভার্সন রেট আসলে কম আসে। ফ্রি ট্রাফিক আসলে ফ্রি-ই; যারা আসে তারা আসেই ফ্রিতে এবং কনভার্ট ও খুব কম হয়
  

➥ Paid Traffic 

পেইড ট্রাফিক হচ্ছে টার্গেটেড ট্রাফিক অর্থাৎ আপনি টাকা খরচ করে টার্গেট করে আপনি ট্রাফিক জেনারেট করছেন বিভিন্ন ওফারে অথবা ল্যান্ডিং পেইজে অথবা ডিরেক্ট ওয়েবসাইটে। তাহলে বুঝতেই পারছেন পেইড ট্রাফিকের মুল্য অবশ্যই ফ্রি ট্রাফিকের থেকে অনেক এগিয়ে এবং এখানে রেজাল্ট ও অবশ্যই ফ্রি-ইর তুলনায় অনেক ভালো

 

CPA Network গুলো কি ধরনের ট্রাফিক গ্রহন করে? 

সিপিএ নেটওয়ার্ক গুলো ট্রাফিক গ্রহন করার আগে কিছু বিষয় বিবেচনা করে থাকে। ট্রাফিক কোন কোন সোর্স থেকে আসছে সেগুলোর কয়েকটি সোর্স সম্পর্কে নিচে আলচনা করা যাক - 

➥ Email Traffic - এটা বলতে মুলত ই-মেইলের মাধ্যমে আপনাকে ট্রাফিক জেনারেট করতে হবে। বেশিরভাগ নেটওয়ার্ক আপনাকে বলবে যে, আমরা এই অফারের জন্যে শুধুমাত্র Email Traffic গ্রহন করি। এখানে আপনাকে প্রোমোশন করতে হবে Email এর মাধ্যমে

ধরুন আপনি অন্য কোন মাধ্যমে বা একটা ল্যান্ডিং পেইজের মাধ্যমে প্রোমোশন করে ট্রাফিক পাঠিয়ে কোন প্রোডাক্ট সেল করলেন সেক্ষেত্রে এটা গ্রহনযোগ্য হবে না। তাদের ট্রাকিং সিস্টেম অনেক হাই লেভেলের সেজন্যে আপনাকে অবশ্যই Email এর মাধ্যমে প্রোমোশন করে হবে


 ➥ Contextual Traffic - Contextual বা PPV(Pay Per View) বলতে অনেক সময় দেখবেন কোন ওয়েব সাইটে থাকা লিংকে ক্লিক করার সাথে সাথে সেটা আলাদা একটা ট্যাবে ওপেন হয় বা পপ-আপ উয়িন্ডো হিসেবে কোন বিজ্ঞাপন সামনে আসে। তাইনা? এই যে বিজ্ঞাপনের ধরণ এটাকে বলা হয় হচ্ছে Contextual ট্রাফিক তবে বেশির ভাগ ভেন্ডর বা যারা সিপিএ অফার দিয়ে থাকে তারা এটাকে অতটা পছন্দ করে না কিন্তু এই ধরনের ভিজিটর বা ট্রাফিক এসব সিপিএ নেটওয়ার্ক গ্রহন করে 

 ➥ Display Ads - Display Ad বলতে ওয়েবসাইটে থাকা ব্যানার এড'স কে বুঝায়। ছবি ও টেক্সট এর সাহায্য এই ব্যানার এড করা হয়। ওয়েবসাইটের রাইট সাইডে এই ধরনের বিজ্ঞাপন বেশি দেখা যায় এবং এসব বিজ্ঞাপনে ক্লিক করার সাথে সাথে সেটা রিডাইরেক্ট হয়ে অন্য কোন পেইজ অথবা অন্য কোন সিপিএ অফারে নিয়ে যায়; Display Ads এর এই প্রসেসই সিপিএ অফারে ট্রাফিক পাঠানো হয় আর এসব ট্রাফিক গুলোকে সিপিএ নেটওয়ার্কগুলো ও গ্রহন করে 


 ➥ Search or PPC Campaigns আপনি গুগলে কোন কীওয়ার্ড লিখে সার্চ করলে দেখবেন অনেক রেজাল্ট শো করে যেগুলোর পাশে ছোট করে Ad লিখা রয়েছে। এগুলো Google Ads এর সাহায্যে দেয়া হয়েছে। এগুলো PPC বা Pay-Per-Click Ads. প্রতি ক্লিকে গুগল টাকা কাটবে। তো এরকম বিজ্ঞাপন সঠিক ট্রাফিক কে আপনি আপনার অফারে পাঠাতে পারবেন এবং সিপিএ নেটওয়ার্ক গুলো এসব ট্রাফিক গ্রহন করে থাকে  

 ➥ Incentive Traffic - Incentive Traffic বলতে বুঝায় কোন একটা  কন্ট্রাক্ট বেসিস কাজ যেমন কোন ট্রাফিককে যদি আপনি একটা ফর্ম এ ইমেইল সাবমিট বা কোন ওয়েবসাইটে সাইন-আপ করাতে পারেন তাহলে আপনি ৫ ডলার পাবেন। এটাই হচ্ছে ইন্সেন্টিভ ট্রাফিক। সিপিএ নেটওয়ার্কগুলো এই ধরনের ট্রাফিক গ্রহন করে

এখন আপনি নিজেই যদি ট্রাফিক সেজে বিভিন্ন আইপি চেঞ্জ করে ফর্মে ইমেইল সাবমিট অথবা অয়েবসাইটে সাইন-আপ করেন তাহলে এক সময় আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো সিপিএ নেটওয়ার্ক গুলো এই ধরনের ট্রাফিক গ্রহন করে না 

 ➥ Social Traffic - সোশ্যাল ট্রাফিক হচ্ছে মুলত ফেইজবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার এই ধরনের সামাজিক মাধ্যম থেকে যদি আপনি ট্রাফিক জেনারেট করে আপনার অফারে নিয়ে যান তাহলে এটা কাউন্ট হবে Social Traffic হিসেবে এবং সিপিএ নেটওয়ার্ক গুলো এ ধরনের সোর্স থেকে আসা ট্রাফিক গ্রহন করে 

 ➥ Native Ads - Native Ad হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে থাকা পোষ্ট এর মত হুবহু পোষ্ট দেয়া থাকে যার পাশে Sponsored Links লিখা থাকে। এই বিজ্ঞাপনগুলো অন্যান্য পোষ্টের মতোই দেখায়। যদি নিচের ছবিটার দিকে খেয়াল করে তাহলে দেখতে পাবেন মার্ক করা পোষ্ট দুইটা হচ্ছে Ad কিন্তু দেখাচ্ছে পোষ্ট এর মত করে তাইনা? এগুলোকে Native Ad বলা হয় এবং এই বিজ্ঞাপনের সাহায্যে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন আপনার অফারে অথবা ল্যান্ডিং পেইজে

What is Native Ads

 ➥ Mobile Ads - মোবাইলে বিজ্ঞাপন দেয়ার জন্যে অনেক প্লাটফর্ম রয়েছে। এদের জনপ্রিয় প্লাটফর্ম 
 AdMobgo2mobismaato এসব প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়ে ট্রাফিক জেনারেট করে অফারে বা ল্যান্ডিং পেইজে পাঠানো যায়

🔊 আমার মতামত - পুরো পোষ্ট'টি পড়ে কি বুঝলেন? কমেন্টে জানান আমাকে আর নিত্যনতুন আপডেট সম্পর্কে জানতে আমার ব্লগটি ফলো করুন নিয়মিত। পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্যে ধন্যবাদ আপনাকে 

একটি মন্তব্য পোস্ট করুন

Please validate the Captcha

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম