CPA Marketing এর কিছু গুরুত্বপূর্ণ Terms সম্পর্কে বিস্তারিত জানুন!

CPA Marketing করে কিভাবে ইনকাম করতে হয়? সেটা জানার আগে সিপিএ মার্কেটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ Terms সম্পর্কে জ্ঞান রাখা উচিত। Terms গুলো সম্পর্কে ভালো ধারনা থাকলে অনেক ক্ষেত্রেই বুঝতে সুবিধা হয় আর তাই এই পোষ্টে আমি সেরকম কিছু Terms নিয়ে কথা বলবো আজকের এই পোষ্টে - 

Cpa Marketing Terms

CPA Marketing এর গুরুত্বপূর্ণ কিছু Terms - 

➥ CPC (Cost-Per-Click): CPC বা Cost Per Click হচ্ছে “প্রতি ক্লিকের দাম” অর্থাৎ Web Hosting এই কী-ওয়ার্ড টা লিখে গুগলে সার্চ করলে প্রথমে যে ads গুলো আসে সেগুলোতে ক্লিক করলে গুগল কত টাকা করে কাটবে সেই বিজ্ঞাপন কোম্পানি বা বিজ্ঞাপনদাতার কাছ থেকে সেটাই হচ্ছে CPC বা প্রতি ক্লিকের দাম

➥ LP (Landing Page): ডিজিটাল মার্কেটিং-এ, একটি ল্যান্ডিং পেজ হল একটি স্বতন্ত্র বা সম্পুর্ন আলাদা একটা ওয়েব পেইজ, যা বিশেষভাবে বিজ্ঞাপন প্রচারের জন্য তৈরি করা হয়। একজন একজন ট্রাফিক বা ভিজিটর কোন একটি ইমেলের লিঙ্কে ক্লিক করার পরে অথবা Google, Bing, YouTube, Facebook, Instagram, Twitter, বা বিভিন্ন ওয়েবে সাইট থেকে বিভিন্নবিজ্ঞাপনে ক্লিক করার পরে যেখানে চলে যায় বা  "ল্যান্ড" করে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেইজ

CPA Offer সম্পর্কে ট্রাফিক বা ভিজিটরকে বোঝাতে text , image , graphics যোগ করে একটি সুন্দর ওয়েবপেজ বানানো উচিত যেটা দেখে ট্রাফিক বা ভিজিটরের আপনার লিঙ্ক থেকে কেনার সম্ভবনা ৭৫% বেড়ে যায় তবে অনেক সময়ে আপনি যে CPA affiliate networks এর offer promote করবেন তারা নিজেরাই আপনাকে সুন্দর Landing page বানিয়ে দেয়

Data Driven মার্কেটিং কি? কেনো এই ডেটা ড্রিভেন মার্কেটিং এত গুরুত্বপূর্ণ?

➥ PPV (Pay-Per-View): PPV বলতে শুধু মাত্র বিজ্ঞাপনটি দেখার জন্য Pay করা বুঝায় অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেখাই কেউ একজন আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলো। এখন কোণ ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে এসে সেই ad যেগুলো সাইডবারে বা ব্যানার হিসেবে রয়েছে সেগুলিতে ক্লিক করে ভিউ করে তাহলেই সেই কোম্পানি বা ব্র্যান্ড বা যিনি বিজ্ঞাপন দিয়েছেন তিনি আপনাকে প্রতিবার ক্লিক করে দেখার জন্য আপনাকে টাকা দিবে; এই যে প্রসেস এটাই হচ্ছে PPV বা Pay-Per-View

➥ PPC (Pay-Per-Click): PPC বলতে বুঝায় আপনি যখন গুগলে কোন কীওয়ার্ড যেমন - সিপিএ মার্কেটিং কি? অথবা অন্য যেকোন কীওয়ার্ড যেমন - Web Hosting লিখে সার্চ করেন তখন গুগলে তার সার্চ পেইজে বেশ কিছু রেজাল্ট দেখায়। এগুলোর মাঝে দেখবেন কিছু রেজাল্টের পাশে ছোট করে Ad লিখা থাকে

এই যে রেজাল্টের পাশে Ads দেখাচ্ছে এটা দিয়েছে কোন কোম্পানি বা ব্র্যান্ড। এখন এই Ad এ ক্লিক করলে গুগল ওই কোম্পানি বা ব্র্যান্ড এর কাছ থেকে প্রতি ক্লিকের জন্য গুগল কত টাকা কেটে নিবে সেটাই হচ্ছে PPC বা Pay Per Click

➥ AM (Affiliate Manager): আপনি কোন একটা CPA Affiliate Networks জয়েন করলেন পাবলিশার হিসেবে। এখন আপনি নতুন অবস্থায় অনেক কিছুই জানেন না এর জন্য CPA Affiliate Networks গুলো অনেক সময়ে Affiliate Manager রেখে দেয় সাহায্য করার জন্য

Affiliate Manager হচ্ছে এমন একজন সাহায্যকারী, যার কাছ থেকে আপনি প্রয়োজনীয় সকল তথ্য পাবেন পাশাপাশি “কোন কোন অফার সবচেয়ে বেশি বিক্রি হয় ” বা “ লাভ বেশি হয়” এই ধরনের তথ্য জানা যায় Affiliate Manager এর কাছ থেকে

যেকোন বিজনেসের জন্যে এই ৪ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানুন!

➥ AN (Affiliate Network): বিভিন্ন রকম CPA Offer নিয়ে কাজ করে এমন ওয়েবসাইট বা নেটওয়ার্ক গুলোকে বলা হয় Affiliate Network এবং যেহেতু এরা CPA Offer নিয়ে কাজ করে অতএব এদেরকে  CPA Affiliate Networks ও বলা হয়

এরা বিভিন্ন বিজ্ঞাপন কম্পানি থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে এবং যারা পাবলিশার হিসেবে কাজ করছে তাদেরকে বিভিন্ন অফার দিয়ে কাজ করিয়ে পাবলিশারের টাকা একাউন্টে পাঠিয়ে দেয়াই হচ্ছে এদের কাজ তবে Affiliate Networks গুলো অনেক ধরনের হয়ে থাকে

➥ Native advertising: Native ads কে অনেক সময়ে Sponsored Content ও বলা হয়ে থাকে। বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং করার সময়ে info-graphics, videos, এবং Text রুপে কিছু বিজ্ঞাপন দেখা যায় বা সামনে চলে আসে এগুলোকে বলা হয় Native ad

what is native ads


➥ CPA Lead: Lead বলতে বুঝায় কোন একটা কাজ কমপ্লিট হওয়াকে যেমনঃ একটা ইমেইল সাবমিট করা এটাও একটা লিড হতে পারে অথবা একটা ফর্ম পুরন করাও একটা লিড হতে পারে এবং CPA Lead হচ্ছে একটি CPA Affiliate Network নেটওয়ার্ক যেখানে বিভিন্ন CPA Offer গুলোকে প্রমোট করা যায়

➥ CPA Offer: সিপিএ অফার বলতে বুঝায় কোন একটা অফারকে একটা নির্দিষ্ট ট্রার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারের কাছে কোন একটা লিংকের মাধ্যমে প্রোমোট করার পরে যদি কেউ সেই লিংকে ক্লিক করে অথবা কোন একটা অ্যাকশন পুরন করে সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন। আপনি যে অফারটার মাধ্যমে কোন প্রোডাক্ট বা সার্ভিসকে প্রোমোট করছেন সেটা হচ্ছে CPA Offer

➥ Niche: এক কথায় নিশ হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটেগরি অথবা টপিক মানে আপনি যে সকল টপিক অথবা ক্যাটাগরির প্রডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে চান সেটাই হচ্ছে নিশ (Niche)

➥ Traffic: ট্রাফিক বলতে বুঝায় ওয়েবসাইটে আসা ভিজিটরদের। অর্থাৎ আপনি কোন একটা ওয়েবসাইটে যাবেন তখব সেই ওয়েবসাইটের জন্য আপনি একজন ভিজিটর আর এই ভিজিটরকেই ট্রাফিক বলা হয়ে থাকে

Traffic কি? CPA Network গুলো কোন সোর্স থেকে ট্রাফিক গ্রহন করে?

➥ Traffic Source: Traffic Source বলতে বুঝায়  কোন কোন জায়গা বা সোর্স থেকে ভিজিটর গুলো আসছে। হতে পারে ফেইজবুক থেকে এসেছে অথবা গুগলে সার্চ করেও আসতে পারে। যেখান থেকেই আসুক না ক্যানো ট্রাফিক সোর্স হচ্ছে তারা কোন কোন উপায়ে বা ওয়েতে এসেছে

➥ Domain: ডোমেইন বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। আপনার এবং আমার নামের মাধ্যমে যেমন আমাদের খুজে পাওয়া যাবে ঠিক সেভাবেই অনলাইনেও বিভিন্ন ওয়েবসাইট গুলিকেও তাদের ডোমেইন নামের মাধ্যমে খুজে পাওয়া যায়

সহজ ভাবে বললে Domain হচ্ছে আপনার ওয়েব-অ্যাড্রেস অর্থাৎ ওয়েবসাইটের নাম, ঠিকানা, পরিচয় সবটাই হচ্ছে আপনার ডোমেইন নাম

➥ Hosting: ইতোমধ্যেই জেনেছেন ডোমেইন কি তাইনা? আপনি একটা ডোমেইন কিনেছেন মানে আপনি একটা ওয়েবসাইটের নাম কিনেছেন। এখন আপনার এই ওয়েবসাইটকে রাখার জন্য যে জায়গাটা কিনবেন সেটাই হচ্ছে হোস্টিং

হোস্টিং হল এক ধরনের ওয়েব সার্ভার। যেখানে ওয়েবসাইট বা ব্লগের সমস্ত ড্যাটা গুলোকে স্টোর করা হয়

 

মনে করুন, আপনি একটি দোকান খুলতে চাচ্ছেন কিন্তু দোকান খোলার জন্য একটি জায়গার প্রয়োজন তাইনা? যেখানে আপনি আপনার সমস্ত পণ্য গুলোকে সাজিয়ে রাখতে পারবেন। তো কোন কাস্টমার আপনার দোকানে গিয়ে সব পণ্য গুলোকে দেখতে ও কিনতে পারবে 

ঠিক সে'রকম ভাবে অনলাইনেও কোন ওয়েবসাইট বানানোর জন্য হোস্টিং এর প্রয়োজন পড়ে। কোন ব্লগ বা ওয়েবসাইটের সমস্ত টেক্সট, ভিডিও, অডিও, ইমেজ, বিভিন্ন ডকুমেন্টস, অডিও ফাইল এই সমস্ত কিছু নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্লগের হোস্টিং সার্ভারে জমা হয়


➥ আমার মতামত - এই পোষ্ট পড়ে এটুকু বুঝতে পেরেছেন যে CPA Marketing এর Terms গুলো কি কি? আপনি যদি সত্যিই এই সেক্টরে আসতে চান তাহলে আগে আপনাকে এই Terms সম্পর্কে জানতে হবে। পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ 

একটি মন্তব্য পোস্ট করুন

Please validate the Captcha

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম