চাহিবামাত্র ইহার বাহককে টাকা দিতে বাধ্য থাকিবে কেনো?

চাহিবামাত্র ইহার বাহককে টাকা দিতে বাধ্য থাকিবে কেনো?

এ কথা সত্য যে, টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। জন্ম-মৃত্যু-বিয়ে সবকিছুতেই এখন টাকার খেলা। টাকা দিয়ে কি না হয় বলুন তো? কেউ কেউ টাকা নিয়ে ফাটাফাটি গজল বানায় আবার কেউ বা বানায় Taka - The Ultimate Magic ভাবা যায়? কথা হচ্ছে এই পোষ্টটি পড়ার সময়ে আপনার হাতে, পকেটে থাকা কিংবা মানিব্যাগে থাকা যেকোন টাকার নোটে চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখাটি নিশ্চয়ই খেয়াল করবেন। আচ্ছা কখনো কী ভেবে দেখেছেন, কেন এই কথাটি লেখা থাকে? সেই প্রশ্নের উত্তর জানতে এই পোষ্টটি পড়তে হবে আপনাকে 

চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে -

বাংলাদেশের টাকা বা মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো, এই মুদ্রা আসলে কী? মুদ্রা বলতে কী বোঝায় সেই সম্পর্কে সবারই একটু ধারণা রাখা উচিত। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো তিনটি ১, ২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকি সবগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ (Bill of Exchange)। জেনে রাখা ভালো যে, পুর্বে সরকারি মুদ্রা দুটি ছিলো ১ ও ২ টাকার নোট কিংবা কয়েন এবং পরবর্তীতে আরো একটি যোগ হয়েছে ৫ টাকা বিস্তারিত এখানে। এখন কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়

মনে করুন, আপনি ব্যাংক নোটের ওপরে কোন কারনে আস্থা রাখতে পারছেন না এজন্য আপনি ৫০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। তখন বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১, ২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন প্রদান করে দায় থেকে মুক্ত হবে। এটাই হচ্ছে মূল বিষয়

আরো সহজ ভাবে বললে বোঝায়, বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখনই সেই পরিমাণ ১, ২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয় আবার যখন ১, ২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন বাজারে ছাড়ে তখনই সেই পরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের কাছ থেকে টাকা নিয়ে টাকা ছাড়ে। এই হিসেবে বাজারে এখন যত টাকার নোট আছে ঠিক সেই পরিমাণ টাকা বা কয়েন (১, ২ ও ৫) বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত আছে। তার মানে আপনি যদি বাজারে থাকা সব নোট বাংলাদেশ ব্যাংকে জমা করেন বাংলাদেশ ব্যাংক আপনাকে ১, ২ ও ৫ টাকার কয়েন বা নোট দিতে পারবে।


🔊 আমার মতামত - পুরো আর্টিকেল’টি পড়ে কি বুঝলেন? কমেন্টে জানান আমাকে আর আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনাকে নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

Please validate the Captcha

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম